MEHERPUR-1-07-04-13

“গাড়ির চাকা ঘুরবে না,দোকান পাট খুলবে না , নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই ,দিতে হবে দিতে হবে “এ ধরনের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে হেফাজতে ইসলামের ডাকা সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের মেহেরপুর শাখার নেতাকর্মীরা।
আজ রোববার সন্ধ্য ৭ টার দিকে হেফাজতে ইসলামের মেহেরপুর শাখার সদস্য সচিব মাওলানা আবুল কালাম কাসেমীর নেতৃত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে যেয়ে শেষ হয় । মিছিলে হেফাজতে ইসলামের শতাধীক নেতা কর্মী অংশগ্রহন করে।
মিছিল শেষে মেহেরপুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মেহেরপুর জেলা শাখার আহবায়ক মাওলানা হেকমত উল্লাহ।বক্তব্য রাখেন,সদস্য সচিব আবুল কালাম কাসেমী,সদস্য আনছার উদ্দিন বেলালী,জহুরুল হক প্রমুখ।