বিশ্বজুড়ে হৃদরোগের মহামারী করোনার নতুন উপরূপে!
img

ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। মারণ ভাইরাসের নয়া উপরূপ জেএন.১-এর দ্রুত ছড়িয়ে পড়াটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই উপরূপ বা সাবভ্যারিয়েন্টের ধাক্কায় বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী! হতে পারে স্ট্রোকও! নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে।

জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন নয়া রিপোর্ট পেশ করে সতর্কতা জারি করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, মানবদেহের কোষে করোনা ভাইরাস জেঁকে বসলে হৃদযন্ত্রের উপরে প্রভাব ছড়াতে থাকে। ফলে যারাই এই অসুখে ভুগেছেন, তাদের সকলেরই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। তবে রেডক্লিফের মেডিক্যাল ল্য়াবরেটরির ডিরেক্টর সোহিনী সেনগুপ্ত জানিয়েছেন, এখনও এই নিয়ে চূড়ান্ত কথা বলার সময় আসেনি। এর জন্য আরো বিস্তৃত গবেষণার প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এখন পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে সেরকম ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এর মধ্যেই ভয় ধরাচ্ছে জাপানের গবেষকদের আশঙ্কা।
সূত্র : সংবাদ প্রতিদিন

 

img

নিউজ ডেস্ক (৪৮)

Join to Us
সব খবর